ক্রিকেট/ফুটবল/হকি আরো কতো খেলাই না আমরা দেখি, এবং কি বাংলাদেশের বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়াও করেছি আমরা।
আজ বাংলাদেশের হয়ে জর্ডানে লড়বে গাজী মূহাম্মাদ আব্দুল্লাহ!
তাও আবার কুরআন নিয়ে, কুরআনের প্রতিযোগিতা!!
সে হাফেজ ক্বারি নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারাকাজুত তাহফিজ মাদরাসার ছাত্র।
সবাই দোয়া করবেন, আল্লাহ্ যেন আমাদের বাংলাদেশের বিজয় দেন....
পোস্টটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন।
