#_____________________মা
মাঝে মাঝে ভীষণ একা মনে হয়
মনে হয় নিজেকে একেবারেই নিঃস্ব,
তখন চোখ বন্ধ করে চুপ করে থাকি !
ভেতর থেকে তুমি বলে উঠো -
মন খারাপ কেন রে মা,
কি হয়েছে তোর?

আমি বলে উঠি -মা,
তোমাকে আগের মতো একটু স্পর্শ করতে চাই।
দেবে?
দেখবে সব ঠিক হয়ে যাবে !

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন