#_আমি তোমার খেলার পুতুল,
তুমি যেমনি ঘুরাও তেমনি ঘুরি
আমার আবার কিসের ভুল-।।
শক্তি বলতে নাই কিছু মোর
শক্তি তোমার আছে অতুল,
তাই তোমারে বিনয় করি
দিবানিশি ডাকি আকুল-।।
তুমি রাখ তুমি মার
তুমি রহিম আলীমুল,
মিমাংসাতে আছ তুমি
তুমি লাগাও গন্ডগোল-।।
সর্ব কাজে তোমার খেলা
তাইতো বলি আমার কি ভুল,
তোমার চরণে সব সঁপিয়ে
ফরিদ কেন হারাবে কুল-।।
