বঙ্গবন্ধু স্যাটেলাইট উতক্ষেপন যখন দেখছিলাম পুলকিত হচ্ছিলাম। এরকম বাংলাদেশই তো চেয়েছিলাম। মনের আকাশটা রৌদ্রজ্জল নীলাকাশ।
রাস্তায় বের হলে অসহনীয় জ্যাম, অব্যবস্থাপনা, অনিয়ম, মাতাল বেয়াদব ড্রাইভারদের উড়াধুরা ড্রাইভিং, যেখানে সেখানে পার্কিং, হকার, দোকানদার, মিস্ত্রিদের রাস্তা দখল..... এরকম শত শত কারনে জনগনের যে অবিরাম ভোগান্তি তার বেশিরভাগের সমাধানই করা যায় বিনা পয়সায়। শুধু দরকার সমস্যাগুলিতে গভীর মনোযোগ এবং সমাধানের সত্যিকার ইচ্ছেশক্তি। কিন্তু কারো কোন বিকার নাই। রাস্তায় বের হলেই মনে হয়, এই বাংলাদেশ কি চেয়েছিলাম?? মনের আকাশে ঘনকালো মেঘ, চারিদিকে অন্ধকার।
বঙ্গবন্ধু স্যাটেলাইট কি পারবে সেই অন্ধকার দুর করতে??
Md. Sabbir Ahmed
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
MD Zahidul Islam
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?