এই রকম বয়স্ক রিকশা ওয়ালা দেখে আমার খুব কষ্ট হয় ,তারা এই বয়সে এতো কষ্ট করেন তাদের জন্য আমার সালাম তারা ভিককে করেন না কারো কাছে হাত পাতেন না, তারা অনেক মহান কিন্তু ভাবার বিষয় যে তাদের তো এখন আরাম আয়েশ করার সময় এই দিন দেখার জন্য কি মানুষ সন্তান জন্ম দেয় যে এই বয়সেও তাদের নিজেদের লালন পালন করতে হবে, এই রকম লাক্ষ ও মানুষ বাংলাদেশ এ আছে যারা কষ্ট করে গায়ের ঘাম মাটিতে ফেলে কি বৃষ্টি কি ঝড় তাও রিকশা চালায় দিন মজুরি করে, কিন্তু কেন তারা এই বয়সে এতো কষ্ট করছে কারণ তাদের সন্তান আজ ভালো পর্যায়ে আছে তাদের লজ্জা লাগে এদের সাথে থাকতে এদের দেখা এখন তাদের ঘৃণা হয়, ঐ ছেলে বা মেয়ে ভুলে গেছে যে এরাই তাদের ছোট থেকে লালন পালন করছে এই ভাবে কষ্ট করে লেখা পড়া করিয়েছে
এখন তারাই তাদের বাবা মা কে ঘর থেকে বের করে দিয়েছে, এজন্য তারা নিজের পেটের দায়ে এখনো কষ্ট করে যাচ্ছে এভাবেই একদিন তারা মারা যাবে, আল্লাহ তুমি এই রকম সন্তান দের হেদায়েত দান করো যাতে তারা এতো বড় পাপ না করে, তারা ভুলে যাচ্ছে যে মায়ের পায়ের নিচে জান্নাত,

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন