এই যে শোনো রাগের রানী বড্ড বেশী বেশী,
এমনি করো হর- হামেশাই আমি বরং আসি।
একাই থাকো বেশ কিছুক্ষন রাগের আঁচল ধরে,
যে রাগ দেখি রাত পোহাবে আজকে কি আর ঝরে?
যান গে দেখি একাই থাকি নাইকো দরদ ঢেউ,
আমি কি আর হাঁটু ভেঙ্গে, নিষেধ করার কেউ!
লাগবে নাকো কারোর থাকা, চাইনে মিছে ভাবএইটুকুতেই উনার কাছে, খুনসুটি স্বভাব!
