Translate   4 years ago

https://www.facebook.com/20929....04237489927/posts/28

¤¤  মিন্ দুরুসিল্ ইমলা (১) ¤¤               ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ     بســــــــــــــم اللـــــــــــه الرحمــــــــــن الرحيــــــــــــم         ☆☆ আরবি লেখার নিয়মাবলী ☆☆  আরবি ভাষার শব্দাবলী লেখার তিনটি নিয়ম রয়েছে নিম্নে উল্লেখ করা হলো।  ● الكتابة العروصية  ( ছন্দশাস্ত্রীয় লেখা )  শব্দাবলীকে ছন্দ্রশাস্ত্রীয় অনুযায়ী লেখা অর্থাৎ লেখার নিয়মাবলির প্রতি লক্ষ্য না রেখে শুধু ওজন মিল রাখার জন্য সংক্ষেপ করে বা কিছু বৃদ্ধি করে লেখা। আর এর ভিত্তি শুধুমাত্র বলার উপর লেখার উপর নয় ( বলতে গেলে যেভাবে উচ্চারণে আসে সে ভাবে লেখা) যেমন: وَشْشَمْسُ এর আসল রূপ হল ُوَالشَّمْس এবং مُحَمَّدُنْ এর আসল রূপ হল مُحَمَّدٌ  ♢ ছন্দশাস্ত্রীয় লেখার পদ্ধতি সমূহ:  (1) ইদগাম না করা।যেমন:  ْأَدْدِب আসল রূপ হল أدِّبْ. (2) তানবিন কে আসল রূপে লেখা।যেমন: شاَعِرُنْ এর আসল রূপ হল شَاعِر (3) উহ্য হরফ গুলিকে উল্লেখ করা।যেমন: هَاؤُلاَءِ এর আসল রূপ হল هَؤُلاَء    ● الكتابة العثمانية/كتابة المصحف (কুরআনের লেখা )  শব্দাবলীকে কুরআনে যেভাবে লেখা আছে ঠিক সেই ভাবেই লেখা, যদিও তা লেখার নিয়মাবলীর বিপরীত হয়। আর কুরআনের খত্ব হলো অনুসরণীয় একটি খত্ব যার উপর অন্য কিছুকে অনুমান করা যায় না।যেমন: الإنْسٰن, ماَلِ هَذاَ الْكِتَابِ  ● الكتابة الإصطلاحية ( পারিভাষিক লেখা)  শব্দাবলীকে মানুষের মাঝে যেভাবে লেখার প্রচলন আছে সেই ভাবে লেখা। অর্থাৎ মানুষ লেখার সময় নিয়ম অনুযায়ী যেভাবে লেখে সেই ভাবে লেখা।যেমন:  أجلس علي طفله على الكرسي  ♢♢ তৃতীয় প্রকারের উপর ভিত্তি করে إملاء এর নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করা হয়।
www.facebook.com

¤¤ মিন্ দুরুসিল্ ইমলা (১) ¤¤ ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ بســــــــــــــم اللـــــــــــه الرحمــــــــــن الرحيــــــــــــم ☆☆ আরবি লেখার নিয়মাবলী ☆☆ আরবি ভাষার শব্দাবলী লেখার তিনটি নিয়ম রয়েছে নিম্নে উল্লেখ করা হলো। ● الكتابة العروصية ( ছন্দশাস্ত্রীয় লেখা ) শব্দাবলীকে ছন্দ্রশাস্ত্রীয় অনুযায়ী লেখা অর্থাৎ লেখার নিয়মাবলির প্রতি লক্ষ্য না রেখে শুধু ওজন মিল রাখার জন্য সংক্ষেপ করে বা কিছু বৃদ্ধি করে লেখা। আর এর ভিত্তি শুধুমাত্র বলার উপর লেখার উপর নয় ( বলতে গেলে যেভাবে উচ্চারণে আসে সে ভাবে লেখা) যেমন: وَشْشَمْسُ এর আসল রূপ হল ُوَالشَّمْس এবং مُحَمَّدُنْ এর আসল রূপ হল مُحَمَّدٌ ♢ ছন্দশাস্ত্রীয় লেখার পদ্ধতি সমূহ: (1) ইদগাম না করা।যেমন: ْأَدْدِب আসল রূপ হল أدِّبْ. (2) তানবিন কে আসল রূপে লেখা।যেমন: شاَعِرُنْ এর আসল রূপ হল شَاعِر (3) উহ্য হরফ গুলিকে উল্লেখ করা।যেমন: هَاؤُلاَءِ এর আসল রূপ হল هَؤُلاَء ● الكتابة العثمانية/كتابة المصحف (কুরআনের লেখা ) শব্দাবলীকে কুরআনে যেভাবে লেখা আছে ঠিক সেই ভাবেই লেখা, যদিও তা লেখার নিয়মাবলীর বিপরীত হয়। আর কুরআনের খত্ব হলো অনুসরণীয় একটি খত্ব যার উপর অন্য কিছুকে অনুমান করা যায় না।যেমন: الإنْسٰن, ماَلِ هَذاَ الْكِتَابِ ● الكتابة الإصطلاحية ( পারিভাষিক লেখা) শব্দাবলীকে মানুষের মাঝে যেভাবে লেখার প্রচলন আছে সেই ভাবে লেখা। অর্থাৎ মানুষ লেখার সময় নিয়ম অনুযায়ী যেভাবে লেখে সেই ভাবে লেখা।যেমন: أجلس علي طفله على الكرسي ♢♢ তৃতীয় প্রকারের উপর ভিত্তি করে إملاء এর নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করা হয়।

¤¤ মিন্ দুরুসিল্ ইমলা (১) ¤¤ ــــــــــــ
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry