""নামাজ পড়ো...""
""রোজা রাখো..""
""করো কোরআন তেলোয়াত""
""তাতেই তুমি পেয়ে যাবে..""
""নিয়ামত ভরা জান্নাত""
""নামাজ তোমায় বাঁধা দিবে..""
""খারাপ কাজ করতে মানা করবে""
""রোজা তোমায় শিক্ষা দিবে..""
""ক্ষুধার্তের কষ্ট বুঝাবে""
""কোরআন তোমায় শিক্ষা দিবে..""
""সরল সহজ পথ দেখাবে""
""মৃত্যুর পরে শান্তি মিলাবে..""
""শুনে রাখো ভাই...""
""এসো আমরা এখন থেকে..""
""কোরআনের পথে যাই""
""কোরআন হলো আল্লাহুর বানী..""
""তাই আমরা আল্লাহুকে প্রভূ বলেই মানি""
""আল্লাহ রহিম-রহমান..""
""সকল কিছু আল্লাহুর দান""
""বিচার দিনের মালিক যিনি..""
""আল্লাহু তা'য়ালা আমরা জানি""
""তাই যেনে বুঝে সবাই..""
""নিজ নিজ জীবন গড়ি""
