ফিরে দেখা,,,
কুয়াশা ভেজা ভোরকে নিয়ে একটা কবিতা লিখব ভেবেছিলাম, ময়ূরাক্ষীর পূর্ব দিকে জয়টীকা আঁকতে গিয়ে দেখি কখন যেন কবিতার পাতা ভরে গেছে সবুজ তপোবনে, যেখানে মৃত্যুঞ্জয়ী ভালোবাসারা খেলে বেড়ায়!

উষ্ণ প্রেমের খাতায় সেদিন ফরাসী মাদকতার ঢেউ,
লিখেছিলাম এক আগুন পলাশের গল্প!
তুমি শুনতে চেয়েছিলে বহুবার,
জানতে চেয়েছিলে ভালোবাসা কাকে বলে,
কিন্তু শুকনো বাতাসে সেদিন শুধুই একাকীত্ব উড়িয়েছিলাম!

আমার শূন্যতার মাঝে বৃথা পূর্ণতা খুঁজতে চেয়েছো
আর বিরহের আগুনে দ্বগ্ধ হয়েছো বারবার।
তারপর রাত নেমে এসেছে স্তব্ধতা নিয়ে,
আর এক একটা
আগুন ঝরা অধ্যায়কে ধারণ করেছি বুকে!

আজ বহু বছর পর,,,,

সেই আগুন পলাশ আজ তোমার হাতে,
এক পৃথিবী আগ্নেয়গিরি বুকে নিয়ে দাঁড়িয়ে আছো
তুমি হয়তো জানো না পার্থ,
যে নায়ক চরিত্রকে পড়ে বারবার অসংযত আষাঢ় ঘনিয়েছে তোমার চোখে,
সেটা আসলে তুমিই ছিলে!

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন