শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী এই মাসের ৬ তারিখে S.S.C সমমানের 2018 ব্যচের সকল ছাত্র ছাত্রীদের ১০ নাম্বার মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে! এই দিনে সকল ছাত্র ছাত্রীদের ওপর গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে! দূরবল ছাত্র ছাত্রীদের ওপর হাইভোল্ডজ বজ্রপাতের সম্ভবনা ও রয়েছে। তাই এ সকল ছাত্র ছাত্রীদেরকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বাড়ির অবস্তান রত কোমল মতি ছাত্র ছাত্রীদের বাসার খাটের নিচে পযাপ্ত শুকনো খাবার (চিড়া মুড়ি ইত্যাদি) বরাদ্দ রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। কারণ ঐ সময় পরিবার থেকে কেউ খাবার নাও দিতে পারে! বাড়ি থেকে শুধু গালি গালাজ আসতে পারে, তাই অগ্রিম খবর টা জানিয়ে দিল শিক্ষাবোর্ড।অতএব, সবাইকে সাবধান থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল......

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন