তোমার সাজানো বাগানে নাইবা
দিলে, প্রবেশ করিবার অধিকার
তুলিতে নাইবা দিলে ফুল
শুধু ঝড়া ফুল কুড়াবার অধিকার টুকু দিও।
নাইবা দিলে বসিতে তোমার পাশে,
শুধু দুর থেকে দেখার অধিকার দিও
ইচ্ছে না হয় বাসিওনা ভাল তবে,
বারন করনা আমায় তোমায়
ভালবাসতে। তুমি নিবে নিয়ে
নাও সবটুকু আলো তবে
ক্ষমা করে আমায়। নিশি ভ্রান্তি দিও।
নিশির প্রভায় আচঁরে পরলে
বলবনা হাত ধরে তুলিতে।
শুধু বলব ধুয়ে মলিতে। আর যদি
কোনদিন ক্ষুনার আগুর নিভে গিয়ে জ্বলে
ভালোবাসার প্রদিপ,
তবে সেদিন কাছে এসো প্রেমের কাটাবনে
রক্ত ঝড়াব দুজন মিলে।বিশ্বাস কর কাছে
এলে তুমি ব্যথার বাহুতে জ্বরাবনা তোমায়
সুখ দিব যতটুকু পারি তোমায়
,,,,,,,ভালোবাসার রাগিনী,,,,,
MD Shamim Khan
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Tamim Hossain
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟