হাওয়ার মাস্তুলে
একজীবনের রহস্যগলী
প্রথম শব্দেই ফুটে উঠেছে 'মর'
তাই উন্মোচন হবে না, কখনও
সুড়সুড়ে অযথাই বয়ে যাবে-
একাকী একজীবন।
আবারও মাটির উল্লাসে
চিনে রাখি টুকটাক-একদিন
নিজেকেও নক্সাকাটা স্বপ্নে বাঁচাই - মাউথ অর্গানে।
প্রমাণ মিসরীয় মমির স্মৃতিতে
ফেরাউনের কফিনে কোলাহলে কথা কয়
প্রত্নতাত্বিক বাদুড়
অতঃপর মৃত ইশতেহারে
আগেবাগেই তুলতুলে রহস্য একেঁছি
প্রয়োজন তিন / সাড়ে তিন হাত শায়িত সুড়ঙ্গ
