শুভরাত্রি....... সুরভী স্বর্ণালী....
যদি সময় হয়রে পাগলী.....
তুই ফিরে আসিস,
আমি না হয় তোর অপেক্ষায় থাকবো
সেই অগুছলো স্বপ্ন গুলো নিয়ে।
জানিস তো এই আনমনা মানুষটা
তোকে না পাওয়ার বেদনা হঢেছে উদাস,
উদ্দাম শরীরে হয়েছে পাগল,
শুধু তুই পাগলীটা অপেক্ষায়!
যদি সময় হয়রে পাগলী
তুই ফিরে আসিস,
আমি না হয় থাকবো তোর অপেক্ষায়!
