রমনী
-পরাজিত উদ্যমী-
রমনী তুমি মা
ভুলে যেও না,
তোমার তুলনা
এ জগতে হয় না।
কখনো হও মেয়ে
কখনো হও বিবি,
কি মর্যাদা দিয়েছেন তোমায়
আমাদের মহানবী।
সর্বোচ্ছ সম্মান
দিয়েছেন নবী তোমায়,
কভু কোন পুরুষ যেন
না রাখে অবহেলায়।
বিশ্বনবী বলেছেন
তিনিই বাবা সব রমনীদের,
বল আর কি হতে পারে
এর থেকে বড় সৌভাগ্যের।
তোমার পায়ের নীচে
করে দিয়েছেন জান্নাত,
সকল পুরুষের কাছে তুমি
অনেকবড় নেয়ামাত।
সকল পুরুষকে তোমার কাছে
হতে হয় ঋণী,
কারণ তুমিইতো জন্মধাত্রী
হোকনা সে যতবড় গুনী।
রমনীর স্বাধীনতা
তুলে যারা লাফায়,
মুরগী স্বাধীন হলে
শিয়ালেরা হাঁকায়।
উলংগ আর নগ্নতা দিয়ে
তোমাদের তারা দেখতে চায়,
স্বাধীন পরাধীন কোন বিষয় না
বিষয় হল নগ্নতায়।
পর্দা কর রমনী তুমি
ফরয আদাই কর এটুকু জানি,
তবেই তুমি হতে পার
জান্নাতের আদর্শ রমনী।
বিলিয়ে দিওনা তুমি
তোমার সম্মানখানি,
শিয়ালেরা যেন না পারে তোমায়
করতে তোমার শ্লীলতাহানি।
মনে রেখ রমনী
তুমি অনেক দামী,
তুমি হিরের টুকরো
তুমি অনেক সম্মানী।।
।।।উৎসর্গ বিশ্বের সকল রমনীদের জন্য।।।
