перевести   4 лет назад

এইসব থাক
হাসনাইন ইকবাল
[]
এইসব থাক-
কত গলি-ঘুপছি পেরিয়ে এসেছি
পেরিয়ে এসেছি অনেক অনেক বাঁক!

এইসব থাক!
সুরার পাত্র ভেঙে পড়ে আছে
মাছি ভন-ভন করে আনাছে-কানাছে
কত কী যে দেখেছি পোড়া এই চোখে
উড়ে গেছে কত পাখিদের ঝাঁক!

এইসব থাক-
হরিৎ টিয়াও রং বদলায়
যদিবা ভিজে আর পোড়ে রোদ-বাদলায়,
কত দিন গেছে ‘গত দিন’ ভেবে-
মিছিলের থেকে ছিটকে পড়ে ম’লেছি নিজের নাক!

পাখিদের কথা পাখিরা বোঝে
জোনাকির আলোয় কেবা পথ খোঁজে
প্রজাপতি বোঝে উড়ে বোড়াবার স্বাদ
মৌমাছি ফুলের পরাগ!

এইসব থাক!
কত শতবার বলা হলো সেই কথা!
চিন-চিনে সেই পুরোনো ব্যথা!
আনমনে তবু ঢিল ছুড়ি দিই
ভেঙে আনি স্মৃতির মৌচাক!

২২ ফেব্রুয়ারি ২০২০
ডেমরা

  • Мне нравится
  • Люблю
  • HaHa
  • WoW
  • Грустный
  • Сердитый