মাগো তুমি কোথায় আছ
বলনা একবার
তোমায় না দেখে যে
থাকতে পারিনা আর।
কতদিন দেখিনা তোমায়
দেখতে মনে চায়।
সবারই মা আছে
তুমি মাগো কোথায়।
মায়েরা বন্ধুদের
আদর করে,
আমি তো পাই না সে আদর
বলনা গো মা
কই আছ তুমি
দেখা দাও না একবার।
মনের যত আছে যন্তনা
এক আদরে দেওনা সব মুছে
তোমার পানে চেয়ে আছি
মাগো আজও প্রতিদিন।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন