মাননীয়/ মাননীয়া/ মহামান্য হর্তাকর্তাগন,

আপনারা নিত্যদিন যেইভাবে একের পর এক অযৌক্তিক অন্তঃসারশূন্য ইস্যু তৈরী করিয়া দেশের জনগনকে লইয়া রাজনৈতিক জুয়া খেলায় মাতিয়া রহিয়াছেন, উহা লইয়া আমরা ছাগলের তিন নম্বর বাচ্চার সমতূল্য ফেসবুকীয় বিশেষ-অ-জ্ঞগণ দলিত - মথিত করিতে করিতে যারপর নাই ক্লান্ত ও পরিশ্রান্ত হইয়া পড়িয়াছি। সত্যি বলিতে, আমরা আর পারিতেছিনা। তাই আপনাদের নিকট প্রার্থনা এই যে, যদি দয়া করিয়া আমাদিগকে শক্তি সঞ্চয়ের নিমিত্তে নিত্যকার ইস্যু উৎপাদনের কারখানাটা কিছুদিনের জন্য বন্ধ রাখিতেন, তাহা হইলে আমরা সবফেসবুকীয় বিশেষ-অ-জ্ঞগন কিছুটা সাহস ও শক্তি সঞ্চয় করিয়া আবারো পূর্বের ন্যায় পূর্ন উদ্যমে দলন - মন্থনের কাজটি শুরু করিতে পারিতাম। নচেৎ আমরা যেইভাবে সকলেই আহার নিদ্রা ত্যাগ করিয়া আপনাদের নিয়া মাতিয়া রহিয়াছি, এইরুপ চলিতে থাকিলে অদূর ভবিষ্যতে হেরিকেন জ্বালাইয়া খুঁজিলেও একজন ফেসবুকীয় বিশেষ-অজ্ঞ খুঁজিয়া পাওয়া যাইবে না। তখন কে করিবে আপনাদের গোমড় ফাস, আর কে মারিবে ধুতি ধরিয়া টান? তাই বলছি উভয় পক্ষের মঙ্গলের জন্যেই বলিতেছি, "থামেন, এইবারে অন্তত একটু বেরেক মারেন"।

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন