জীবনের অতি মূল্যবান ৫ টি কথাঃ
(কোরআন-সুন্নাহ ও জীবনের নির্যাস অভিজ্ঞতা থেকে নেওয়া)
১- যিনি আপনাকে জীবন দিয়েছেন, জীবনটা তাঁর জন্যেই ব্যয় করুন।
২- খাবার খাবেন ‘ঔষুধের’ মত (অল্প, পরিমিত ও সময়মত), তা না হলে এক সময় ‘ঔষুধ খেতে হবে খাবারের মত’।
৩- ‘জীবনে সবকিছু ঠিকঠাক মত পেলেই সুখী হব’ মনে করলে কখনই ‘সুখী’ হতে পারবেন না। বর্তমানে যা আছে, তাতেই সুখ খুঁজে পাবার চেষ্টা করুন, জীবনে কখনই নিজকে ‘অসুখী’ পাবেন না।
৪- অন্যকে ফাকি দিয়ে বা কষ্ট দিয়ে কখনই নিজে কিছু উপভোগ করতে চেষ্টা করবেন না। কারণ অন্যকে যে কষ্ট দিবেন, সে কষ্ট একদিন আপনার কাছেই ফিরে আসবে, যদি আল্লাহ ক্ষমা না করেন।
৫- জীবনে যদি তাড়াতাড়ি অল্প দূরত্বে কোথাও যেতে চান, তাহলে একা একা যান। কিন্তু যদি দূরে কিংবা অনেক দূরে কোথাও যেতে চান, তাহলে একা না গিয়ে ভালো সাথী খুজে নিয়ে যান।

http://www.bestearnidea.com

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন