নীল নয়না বন্ধু আমার 
জেনে রেখ এই আমি শুধু তোমার 
আমাকেই কাছে ডেকো 
তুমি আমারি থেকো 
 
সারারাত জেগে থাকা নীল জোনাকি 
আমিও তার ই মত জেগে একাকী 
বসে বসে ভাবি একা নির্ঘুম রাত 
আমাকেই কাছে ডেকো 
তুমি আমারি থেকো 
 
সারাক্ষন পাশে পাশে চাই তোমাকে 
মায়াবী ছোয়া তুমি দিও আমাকে 
পাও যদি সুখে ভরা স্বর্ণালী দিন 
আমাকেই কাছে ডেকো 
তুমি আমারি থেকো