আব্রাহাম লিংকন তখন আমেরিকার প্রেসিডেন্ট। নিজের ছেলেকে সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত করার জন্য এক মহিলা তার কাছে আসলেন। এসে বললেন, ‘এটা আমার দাবি, এ পদটা আমার ছেলের প্রাপ্য।" "কেন? কোন যোগ্যতায় তুমি এ পদটি চাচ্ছো?" -লিংকন বললেন। " আমার দাদা কেসিংটনে যুদ্ধ করেছেন, আমার চাচা ব্লাডেনসবার্গ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাননি, আমার দাদা নিউ অরলিয়ান্সে যুদ্ধ করেছেন আর আমার স্বামী তো মন্টেরিরি যুদ্ধে মারাই গেলেন।’ ভদ্রমহিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে লিংকন বললেন, ‘ম্যাডাম, আমার ধারণা আপনার পুরো পরিবার দেশের জন্য অনেক করেছেন। এবার অন্যদের একটু সুযোগ দিন।আপনার দাদা,চাচা,স্বামী নিশ্চয়ই চাকরী পাওয়ার জন্য যুদ্ধ করেননি?
সংগৃহিত
Md. Sabbir Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
MD Zahidul Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?