2017 তে এডসেন্স এর সারা ভালই পেলাম। তার উপর যোগ হলো এডসেন্স বাংলা। ২৫ টা সাইট আছে আমার। খুব বেশি টারগেট না। প্রতিটা সাইট থেকে প্রতিদিন ১ ডলার। তাহলে প্রতিদিন ২৫ ডলার মাসে ৭৫০ ডলার। একটা একটা সাইট নিয়ে কাজ শুরু করেছি। ভাই বেরাদারদের সহযোগিতার লক্ষে এডসেন্স নিয়ে এসো আয় করি তে বিস্তারিত লেখা শুরু করেছি। এছাড়া যারা নতুন শুরু করবে তাদের জন্য ডোমেইন হোস্টিং এ ছাড় দিয়েছি। illinhost ডোমেইন পুরো নভেম্বর মাস .com মাত্র ৮ ডলার এবং ১ জিবি হোস্টিং মাত্র বছরে মাত্র ১২ ডলার।
#google #adsense


