গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন আব্রাহাম লিঙ্কন। মজার ব্যাপার হলো তিনি মোট ভোটের অর্ধেক ভোট না পেয়েও গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট হয়েছিলেন।🙄🙄
১৮৬০ সালে যখন লিঙ্কন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন যুক্তরাষ্ট্রে ৩৫টি অঙ্গরাজ্য ছিল। সেগুলােতে মহিলাদের কোনাে ভােটাধিকার ছিল না। সম্পত্তির শক্ত শর্ত জুড়ে কালােদের ভােটাধিকার হরণ করা হয়। লিঙ্কন যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন আমেরিকার সব নাগরিকের মধ্যে ৪০ থেকে ৪৫ শতাংশের বেশি লােকের ভােট দেওয়ার অধিকার ছিল না। এই ভােটারদের ৪০ শতাংশ ভোট, অর্থাৎ মােট নাগরিকদের ১৬ থেকে ১৮ শতাংশ ভােট পেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন