একবার খলিল পাশা তার যুবতি মেয়েকে নিয়ে ইব্রাহীম পাশার দরবারে গেলেন!
-----------------------------------
খলিল পাশা: হুযুর আমার মেয়ে ভার্সিটিতে ভর্তি হইছে, তার দ্বীনের জন্য দুয়া কইরেন।
.
ইব্রাহীম পাশা: দুয়া কইরা লাভ নাই, বিয়া দিয়া দাও।
.
খলিল পাশা: হুযুর মেয়ের অনেক শখ পড়াশুনা কমপ্লিট করবে। তারপর বিয়ে করবে।
.
ইব্রাহীম পাশা: বিয়ে দিয়ে দাও। নাইলে কয়েকদিন পরে বয়ফ্রেন্ড নিয়া ঘুরবে।
.
খলিল পাশা: আমার মেয়ে এরকম না আপনি তো জানেন।
.
ইব্রাহীম পাশা: তোমার মেয়ে কেমন আমিও জানি তুমিও জানো। কিন্তু বাইরের জগত এবং ভবিষ্যত সম্পর্কে তুমি জানো না। সুতরাং বিয়ে দিয়ে দাও। আর প্রেম না করলে বয়স ২৫ হয়ে যাবে, তখন কেউ প্রেমও করতে চাইবে না, বিয়ে দিয়ে দাও।
.
খলিল পাশা: কিন্তু পড়াশুনার পাশাপাশি সংসার সামলাবে কিভাবে?
.
ইব্রাহীম পাশা: বয়ফ্রেন্ড সামলে মেয়েরা পড়াশুনা করে যে ভাবে!!
.
খলিল পাশা: সংসারে তো আরও অনেক বিষয় থাকে।
.
ইব্রাহীম পাশা: সেগুলো না হয় পড়াশুনা কমপ্লিট করেই নিবে! বিয়ে দিয়ে দাও।
.
খলিল পাশা: আপনার কাছে কি কোন সু-পাত্র আছে?
.
ইব্রাহীম পাশা: আহমেদ পাশার ৩য় ছেলেটাকে দেখতে পার। তার সাথে বিয়ে দিয়ে দাও।
.
খলিল পাশা: সে তো এখনো বেকার!! সে আমার মেয়েকে খাওয়াবে কী? নিজেই তো বাবারটা খায়!!
.
ইব্রাহীম পাশা: একটু আগে না বললে তুমি তোমার মেয়েকে পড়াবে! তখন কি সে আহমেদ পাশার ছেলের টাকায় খেতো না পড়তো?
.
খলিল পাশা: তাই বলে বাবার টাকায়!
.
ইব্রাহীম পাশা: যুবক যুবতিরা তো বাবার টাকায় প্রেম করে, বাবার টাকায় রেস্টুরেন্টে যায়।
.
তাইলে বিয়েতে কী সমস্যা!!!??
পাশা! তুমিও বোকা হলে!! পাশ্চাত্যরীতির বলি হলে!!!
বিয়ে দিয়ে দাও পাশা, বিয়ে দিয়ে দাও।
------ সংগৃহীত
Habibullah Mullah
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
MD Shamim Khan
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
Salman Foysal
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?