শুরুতে আমরা সাধারনভাবে প্রতি রেজিস্ট্রেশনে ১০ সেন্ট করে দিয়ে আসছিলাম। কিন্তু এতো বেশি স্ক্যাম এবং ফেক সাইন আপ হচ্ছিলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। তাই নতুন ধরনের এফিলিয়েট চালু করতে হচ্ছে।  এতে অনেকেরই সাময়িক সমস্যা হবে। এর জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত। 
 
আশা করি এর দ্বারা ফেইক রেজিস্ট্রেশন বন্ধ হবে। জীবনপাতার গুনগত মান বাড়বে। জীবনপাতা দাড়িয়ে গেলে আরো নানামুখি ইনকামের ব্যবস্থা করার পথ সুগম হবে। 
  
আপনার রেফারেল লিংক থেকে সাইন আপ করা মেম্বার যখনই ফ্রী মেম্বার থেকে প্রো মেম্বারে আপডেট করবে তখনই আপনি ৫$ আয় করবেন। এটা আপনার একাউন্ট সরাসরি যোগ হয়ে যাবে। ১০$ হলেই আপনি উইথড্র করতে পারবেন।  
  
আপনার লিংক থেকে সাইন আপ করা প্রতিটি মেম্বারই ফ্রী মেম্বার হিসেবে সাইন আপ করবে। ফ্রী মেম্বার থেকে আপনি কোন কমিশন পাবেন না। এই ফ্রী মেম্বারের মধ্যে থেকে যখনই কেউ প্রো তে আপগ্রেড করবে তখনই আপনি ৫$ ইন্সট্যান্ট কমিশন পেয়ে যাবেন।  যত আপগ্রেড তত কমিশন।
				    				
				    				
				    				
				    				
				    				
				    				
Mizanur Rahman
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Anne Fahima
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?