ছবি দেখে অনেকে হয়ত ভাবতে পারেন, কোন গরীব ক্ষুধার্তকে খাবার দিয়ে কেউ ছবি তুলে ফেইসবুকে শো করছে !
কিন্তু উনার সম্পর্কে জানলে চমকে উঠে অবাক হবেন!
জানেন ইনি কে?
এই নিরহংকারী, সুন্নাতি লিবাস আর সাদাসিধে বেসভূষার মানুষটি আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অন্যতম প্রধান প্রফেসর, মেডিক্যাল স্কলার,অনেক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত গবেষক ডক্টর ।
#নামঃ হুসেইন আবদ আল-সাত্তার!
(Dr. Husain A. Sattar) তিনি সরাসরি হাজার হাজার মেডিক্যাল ছাত্র/ছাত্রীদের শিক্ষক আবার পরোক্ষভাবে তাঁর রচিত "Fundamentals of Pathology" গ্রন্থের মাধ্যমে যেন বিশ্বের অন্যান্য ডাক্তারেরও ওস্তাদ। মেডিক্যাল জগতে তিনি Creator of pathoma হিসাবেও পরিচিত।
❤️আমাদের দেশে মেডিক্যাল, বুয়েট বা দামী কোন বিশ্ববিদ্যালয়ে পড়লে অহংকারবোধ, দাম্ভিকতার যেন সীমা থাকেনা! সাথে ইসলাম ফলো করলে,সুন্নাহ সম্মত বেশভূষা থাকলে (একটা শ্রেনী)ভাবে ব্যাকডেটেড!
টুপি,পাঞ্জাবীর সাথে দাঁড়ি মানেই অনেকে মনে করেন এরা বুঝি গরীব মাদ্রাসার ছাত্র!
এতে আবার কিছু লোকের চুলকানি বেড়ে যায়, জলাতঙ্ক দেখা দেয়!
অথচ, এ মহান ব্যাক্তির পোষাক দেখেন!কত উপরে যেয়েও,ইসলাম বিদ্দেষী দেশে অবস্থান করেও নিজের আকড় আর অবস্থান ভুলে যাননি।
প্রকৃত জ্ঞান-বিজ্ঞান আর নৈতিক শিক্ষা মানুষকে কত উচ্চতায় নিয়ে যেতে পারে তা ভাবেন!
★যারা ভাবছেন এই ছবি দিয়ে সাইফুল্লাহ ভাই ব্লাপ দিতেও পারেন বা বেশী হাইলাইট করছেন,অনুরোধ করছি আমি যে ইংরেজি নামের বানান দিয়েছি তা দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখেন,আমার লিখাকে অনেক কম মনে হবে! বিলিভ মি।
তিনি একজন আসাধারন দায়ীও বনে গেছেন! কিন্তু ক্ষেত্রটা কী তা আপনাদের দেখে নেয়ার অনুরোধ করলাম।আল্লাহ আমাদেরকে সুন্নাহ অনুস্বরন করে প্রকৃত স্মার্ট আর বিনয়ী হবার তাওফিক দিন।
📢এই লিখা পড়ে ওয়াও,মাশাল্লাহ কেবল না বলে নিজের মাঝে ধারন করার অনুপ্রেরণা দিতেই এই পোস্ট দিলাম,সম্ভবত আমার পেজে এই ধরনের পোষ্ট এটিই প্রথম।
-সাইফুল্লাহ ৮/১/১৮.
একটা ইউটিউব লিংক দিলাম,ইংরেজি বুঝলে দেখে নিতে পারেন https://youtu.be/dTB_hJc2N8o
(এই ছবিতে তিনি তার ইফতার গ্রহন করছেন)
Fb.com/abdulhimd.saifullah
কৃতজ্ঞতা : ইসলামিক ইউনিটি গ্রুপকে।তারাও পোস্ট দিয়েছেন।
Habibullah Mullah
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?