8 años - Youtube

আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই লিখাটি পড়বেন।
অবশ্যই শেয়ারের মাধ্যমে জানান সবাইকে। এবং কমেন্টে আমিন লিখুন।
শেয়ার করে অন্যকে জানান।
মুসলিম হলে কমেন্টে আমীন লিখুন *লাইক না দিয়ে যাবেন না।
এই খবরটি বেশি বেশি শেয়ার করুন।
জান্নাতে যেতে চাইলে আমিন /সুবনাল্লাহ না বলে যাবেন না!

অথচ সরলমনা মুসলিমেরা না বুঝেই এসবে লাইক দিয়ে থাকেন।
শেয়ার করে থাকেন। তারা জানেন না যে এটি চরম মিথ্যে।
অজান্তে তাঁরা এভাবেই ইসলামের ভুল চিত্র তুলে ধরছেন সবার সামনে।
অথচ তাঁরা ভাবছেন এটি করে বুঝি পূণ্য হলো।
তারা জানেন না যদি এসবেই আপনি সওয়াব পেতেন তাহলে ইসলামের মত একটি পূর্ণাংগ জীবন ব্যবস্থায় অবশ্যই এসবের কথা উল্লেখ থাকতো যে,
আধুনিক কালে বা শেষ জমানায় এরকম কিছু পেইজ আসবে
এবং তোমরা তাতে লাইক কমেন্ট শেয়ার দিয়েই পূণ্য
কামিয়ে নিতে পারবে,জান্নাতে যেতে পারবে।

যারা ফেষবুকে না বুঝে লাইক বা কমেন্ট করেন তাদের জন্য এই ভিডিও। ফেসবুক ব্যবহারে সচেতনতা জরুরী
https://youtu.be/5XT5dgQ-hOc

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন