What is the value of life?
নাতি তার দাদুকে জিজ্ঞাস করলো।
দাদু তাকে একটি পাথর দিয়ে বলল । তুমি এই পাথর টি নিয়ে বাহিরে যাও এবং এটার দাম জিজ্ঞাস করো। কিন্তু পাথরটি বিক্রি করবে না।
দাদু যেমন বললো নাতির তেমন কাজ।
প্রথম গেলো লেবু বিক্রিতার কাছে।
নাতি বলল এই পাথর এর দাম কত।
লেবু বিক্রিতা বলল আমি এই পাথর এর বিনিময় ৭ টি লেবু দিবো আমাকে দাও ।
নাতি বলল এই পাথরটি বিক্রি করা যাবে না।
তারপর গেলো সবজি বিক্রিতার কাছে।
সবজি বিক্রিতা বলল আমাকে এই পাথরটি দাও। আমি এক বস্তা আলু দিবো।
নাতি বলল এই পাথরটি বিক্রি করা যাবে না।
তারপর গেলো জুয়েলারি দোকান এ। জুয়োলারি বলল আমি তমাকে
১ মিলিয়ন ডলার দিবো আরো অনেক গোল্ড দিবো । আমাকে এই পাথরটি দাও ।
নাতি বলল এই পাথরটি বিক্রি করা যাবে না।
তারপর গেলো এক দামি Stone seller এর কাছে । যে কিনা দামি দামি হিরে জহরত বিক্রি করে থাকেন। তো উনি বললেন এই পাথরটি ক্রয় করার টাকা আমার কাছে নেই। আমি যদি আমার এই বিশাল সম্পদ দিয়ে দেই আর আমার সারা জীবন এর অর্থ ও দিয়ে দেই তাহলে ও এই পাথরটি আমি কিনতে পারব না। আমার কাছে এই পাথরটি ক্রয় করার সামর্থ নেই।
নাতি চমকে গেলো এই Stone seller এর কথা শুনে ।
দাদুর কাছে ফিরে গেলো । আর এর রহস্য জানতে চাইলো ।
তখন দাদু বলল জীবন এর মুল্য হচ্ছে এক জনের কাছে এক এক রকম । যার যত টুকু জ্ঞ্যান আছে সে তার জ্ঞ্যান দিয়ে বিবেচনা করে থাকে জীবনের মুল্য।
Md Abdullah Mollah
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Habibullah Mullah
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?