অভিশাপ না দিলেও " Revenge of nature " বলে একটা কথা আছে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে।
প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি পায়। কেউ আগে পায়, কেউবা পরে পায়। কিন্তু শাস্তি সে পাবেই। সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারিনা, ঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, কাউকে ঠকিয়ে, কাউকে ধোঁকা দিয়ে, কাউকে কাঁদিয়ে, অপমান করে, ছোট করে, বেমালুম ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি ভুলে না। মানুষ মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি ক্ষমা করেনা। এমন কি এই মুহুর্তে আপনি যার সাথে ঠকবাজী ধাপ্পাবাজী করে, অন্যায় করে, আঘাত দিয়ে গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবেনা, কিন্তু তার ওই কষ্ট থেকে আসা আত্মার অভিশাপ আপনাকে ছাড়বেনা। আজ হোক কাল হোক আপনাকে তাড়া করবেই, এতে কোন সন্দেহ নাই।
স্রষ্টা কাউকে ঠকায় না। তিনি কারোর একার নয়। দ্বিমুখিতা, অহংকারীতা, স্বার্থপরতা, কুটনামী, প্রতারণা, বিশ্বাসঘাতকতা কখনো শান্তি বয়ে আনেনা, আনতে পারেনা। অপেক্ষায় থাকুন যথাসময়ে কৃতকর্মের ফল ভোগ করার।
collected
Habibullah Mullah
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
wahid1277
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?