Translate   5 years ago

কাজী নজরুল ইসলাম যদি এই গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডের যুগে বেঁচে থাকতেন, তাহলে তাঁর 'সংকল্প' কবিতাটা যেমন হতো:

প্রেমকল্প

থাকবো নাকো সিঙ্গেল ওরে,

দেখব এবার রিলেশন করে!

কেমন করে করছে তারা?

একটা ছেড়ে, দুইটা ধরে।



ফ্ল্যাট হতে ফ্ল্যাট ফ্ল্যাটান্তরে,

করছে তারা ডেটিং ওরে।

কিসের নেশায়, কেমন করে?

করছে Chating রাত্রি ভরে।

কিসের আশায় করছে তারা,

বরণ ব্রেক আপের যন্ত্রণাকে।



কেমন করে বীর তরুণী

মিথ্যে বলে পার্কে আসে,

বাসায় ফিরে মাকে বলে,

প্রাইভেট ছিল স্যারের কাছে।
@ Collected

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry