অপ্রত্যাশিত ভয়!!
লেখকঃ ইলিয়াস হোসাইন
মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলো।লাফিয়ে উঠে হাপাতে লাগলাম,উঠে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম।হঠাৎ দমকা হাওয়া বয়ে গেল!
আমার শিরদাড়া দিয়ে ঠান্ডা পানি বইছে।হঠাৎ দেখলাম অন্ধকারে একটা আবছা অবয়ব তৈরি হচ্ছে।আমি শুধু দেখছি,নড়তে চাইলাম কিন্তু একি! আমি জায়গা থেকে নড়তে পারছি না।আমার পায়ে কোন শক্তি অনুভব করতে পারছি না।অবয়বটা আমার কাছে এলে দেখলাম এতো একটা অশ্বরীরি আর সে একটা মেয়ের আত্মা।চোখদুটো ঘোলাটে! চুলগুলো ছড়ানো, মুখের সামনেও আছে।পা দুটোও পিছনের দিকে ঘোরানো।আর সে বাতাসে ভর করে হাটছে! আমার সব কিছু দেখে কেমন মাতাল অবস্থায় অস্থির হলে যেমন লাগে ঠিক তেমন হয়ে গেছে।কিছু মাথায় আসছে না? মনে হচ্ছে পাগল হয়ে গেছি! কি করবো কিছুই ভাবতে পারছি না।তারপর অশ্বরীরিটা আমায় বললো আচ তোর রক্ষা নেই! আমি ভয়ে চিৎকারও করতে পারছি না।কারণ আমার গলাটাও আটকে গেছে!
হঠাৎ আমার কাছাকাছি আসতেই সে ছিটকে দূরে পড়ে গেল।আমি বিষয়টা খেয়াল করলাম।তারপরে আমি এগুচ্ছি দেখে অশ্বরীরিটা পিছুতে শুরু করল।কিছুক্ষণ পিছুবার পরে অশ্বরীরিটা উড়াল দিয়ে জানালার বাইরে গিয়ে বললো "আজ ডেটল সাবান দিয়ে গোসল করেছিস বলে বেঁচে গেলি! আমি বললাম এ"
,
,
,
তখন বেশি দুঃখ লাগে যখন আপনারা গল্পটা পড়েন অথচ লাইক কমেন্ট না করে চোরের মতো পালিয়ে যান।
আশা করি সবাই ডেটল সাবান ব্যবহার করে ভূতের হাত থেকে বাঁচতে আমার সকল গল্পে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।
#বিষাক্ত_ভূত

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন