ফুল
রঙ মেখেছে
ঐ সেজেছে
নানান রঙের ফুল,

কে দিয়েছে
গন্ধ তোমায়
আবেশ মাখা কুল।।

কত রঙ
কত ঢং
কত শত নাম

ভিন্নতা ঘ্রানে যে
হাজারেতো দাম।।

কে দিল
কি পেল
পিলে যায় চমকে,

বাহারী রঙে
যাই থেমে থমকে।

শুকরিয়া
দয়াময়
অপরুপ সৃষ্টি

অন্তর ভরে যায়
সুঘ্রানে মিষ্টি।।।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন