Translate   5 years ago

একটা লাইট দিনের বেলায় জ্বললে বোঝা যায়না তার আলো কতটুকু! কিন্তু অন্ধকার হলে বোঝা যায় তার উজ্জলতা! ঠিক তেমনি মানুষের ক্ষেত্রে। সবার ভেতরেই কম বেশি খারাপ ভাল আছে। সাধারণভাবে সবাই ভাল, কিন্তু স্বার্থে লাগলেই বোঝা যায় সে আসলে বেশিরভাগটা ভাল নাকি বেশিরভাগটাই খারাপ। এসব মানুষকে খুব কম মানুষ চিনতে পারে। কারণ সবার সামনে তারা ভাল মানুষের মুখোশ পরেই থাকে! মুখোশটা হয় খুব শক্ত পাকাপোক্ত! চাইলেই খুলে দেয়া যায়না.......! কিন্তু আল্লাহ একদিন খুলে দিবেন সব, কতটুকু কার প্রতি অন্যায় করা হলো তার সাজা দিবেন। তিনি ন্যায় বিচারক। দুনিয়াতে ক্ষমতা, সম্পদ, সম্মান পরিক্ষার বস্তু। সেটাকে কাজে লাগিয়ে যারা মানুষের সাথে জুলুম করে, তারা দুনিয়াতে ছাড় পেলেও, আখিরাতে ছাড় পাওয়ার কোনোই সুযোগ থাকবে না। যেটা আসল,চিরন্তন সত্য, এবং যার মুখোমুখি অবশ্যই হতে হবে।

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry