বিটকয়েন কি?
২০০৮ সালে এই মুদ্রা সাতোশি নাকামোতো নামে একজন ভদ্রলোক আবিস্কার করেন। বিটকয়েন হল লেনদেন হওয়ার সাংকেতিক মুদ্রা।
বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে।

ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন শব্দগুলো শুনে আসছেন। আর বিটকয়েন সবচেয়ে বিখ্যাত একটি বৈকল্পিক মুদ্রা হিসেবে উল্লেখ করা হয় ।

এই মুদ্রাকে তিনি পিয়ার-টু-পিয়ার নামে। এটি লেনদেন নিয়ন্ত্রণ এর জন্য কোন প্রতিষ্ঠান নেই। এটি সম্পূর্ণ একটি ওপেনসোর্স প্রোজেক্ট।

একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার ব্যবহারকারীর লেজার হালনাগাদ করে দেয়।
বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে।
২১৪০ সাল পর্যন্ত নতুন সৃষ্ট বিটকয়েনগুলো প্রত্যেক চার বছর পরপর অর্ধেকে নেমে আসবে। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়

অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে। বিটকয়েন মাইনারের মাধ্যমে যেকেউ বিটকয়েন উৎপন্ন করতে পারে।

২১৪০ সালের পর ২১ মিলিয়ন বিটকয়েন তৈরী হয়ে গেলে আর কোন নতুন বিটকয়েন তৈরী করা হবে না।
এই সংরক্ষিত বিটকয়েন যদি গ্রাহক কর্তৃক অন্য কারও একাউন্টে পাঠানো হয় তাহলে এই লেনদেনের জন্য একটি স্বতন্ত্র ইলেক্ট্রনিক সিগনেচার তৈরী হয়ে যায় যা অন্যান্য মাইনার কর্তৃক নিরীক্ষিত হয় এবং নেটওয়ার্কের মধ্যে গোপন অথচ সুরক্ষিতভাবে সংরক্ষিত হয়।
একই সাথে গ্রাহকদের বর্তমান লেজার কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে হালনাগাদ হয়।

বিটকয়েন দিয়ে কোন পণ্য কেনা হলে তা বিক্রেতার একাউন্টে পাঠানো হয় এবং বিক্রেতা পরবর্তীতে সেই বিটকয়েন দিয়ে পুনরায় পণ্য কিনতে পারে।
বিটকয়েনকে অনেকে ফিউচার মানি হিসেবে মনে করছে ।

১ টাকা = ১০০ পয়সা । তেমনি ১ বিটকয়েন = ১০,০০,০০,০০০ সাতোশি ( ১০ কোটি শাতোশি) আবার ১০০ শাতোশি = ১ বিট

বর্তমানে (০৩/১২/২০১৭) ১টি বিটকয়েনের মূল্য প্রায় ১১,১০০ ডলার। অনেকটা শেয়ার বাজারের মতই এর দাম উঠানামা করে, যাহা অনেকেই প্রতিনিয়ত আপডেট দেখে বুঝতে পেরেছেন।

কিভাবে একাউন্ট তৈরি করবেন:

একাউন্ট তৈরি করা খুব সহজ।

কিভাবে ব্লকচেইন/blockchain.info ওয়ালেট খুলবেন।
http://www.bestearnidea.com/what-is-bitcoin-2/

বিটকয়েন কি? - bestearnidea.com
www.bestearnidea.com

বিটকয়েন কি? - bestearnidea.com

online earning site will help you how to earn money.

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন