মা যদি না থাকে মায়ের জায়গায়
কাউকে বসালেও সেই আর মায়ের মত হয়না।
কারন সেই মায়ের অভাব পুরন করতে পারেনা।
কেন?
উনারও সন্তান আছে
উনি অন্যের মা তাই,
আমি যতই চাইবো
উনার মাঝে মাকে খুজতে
কিন্তু তার পরেও পাবোনা।
কথায় আছে কেউ নিজে না খেয়ে অন্যেকে খাওয়াতে পারেনা।
তেমনি এক মা যদি অন্য মায়ের সন্তানকে তার মাতৃ স্নেহ দেয়,
যদি তার সন্তানদের
প্রতি সেই মায়ের আদর ভালবাসা কম হয়ে যায়,
তাই সেই তার মাতৃ স্নেহ অন্য মায়ের সন্তানকে কি করে দেবেন?
কারন মায়ের সন্তান যতই খারাপ হোক না কেন,
সন্তানের কিছু হলে
মা সন্তানের জন্যে কাঁদবেই,
সন্তান যদি খারাপ থেকে
খারাপ আচরন করুকনা কেন
মা নাম ধরে ডেকে বলবে,
আয় বাবা খেয়ে যা,
একটু ঘরে ফিরতে দেরি হলে বলবে,
এত দেরি কেন?
কোথায় ছিলি সারাদিন?
তোর জন্যে আমি
অপেক্ষা করতে করতে
বসে আছি, খানা খাইনি,
তুই আসলে একসাথে খাব।
লিখতে গেলে লিখার শেষ নেই
মা কে নিয়ে।
কারন পুরো পৃথিবি
তোমায় অবহেলা করলে ও,
সেই একজন আছেন কোনদিন তোমায় অবহেলা করবে না।
হাজার মনে কষ্ট দিলেও তোমায় আবার নাম ধরে ডাকবে।
তাই যাদের মা এখনও
তোমার পাশে আছে,
আমার মন বলে
পৃথিবির শ্রেষ্ট ধনি ব্যক্তি তুমি।
সেই মাকে কোন দিন
অবহেলা করো না।
কারন সেই বুঝে
এই অভাব যার আছে,
এই পৃথিবিতে মা নেই,
মা যে কত তোমার আপনজন।
এক কথায় বলতে গেলে
আমারও মা ছিল সুদু
মা ডাকার স্বাদটি মিটাতে পারিনি।