Ariful Islam Akash is feeling Sad
7 yrs

২১ শে ফেব্রুয়ারী আরও একটি কালো অধ্যায় রচনা করলো। 😞😞😞

১) চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের 'ওয়াহিদ ম্যানশন' ভবনের তৃতীয় তলায় থাকতেন গর্ভবতী নারী রিয়া ও তার স্বামী রিফাত। রিয়া ও রিফাত বন্ধু ছিলেন, দুই বছর আগে তারা বিয়ে করেন। অসুস্থ থাকার কারণে ভবন থেকে নামতে পারেননি রিয়া, তাই নামেননি রিফাতও। গর্ভের সন্তানসহ দু'জনেরই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে, করুণ মৃত্যু।
২) চার বন্ধু আড্ডা দিচ্ছিলেন প্রতিদিনের মতো।চারটি মাথার পোড়া খুলি পরে আছে।
৩) বাবার কাছে সন্তান বিরিয়ানি খেতে চাইছে।বাবা বিরিয়ানি নিয়ে ফিরে এসে সন্তানকে এখনো পাননি।
৪) জমজ সন্তানদের বয়স ১ বছরের মতো।মর্গে বাবাকে খুঁজতাছে।
৫) দুই ভাইয়ের জড়াজড়ি করা লাশ আলাদা করা যাচ্ছেনা।আলাদা করার পর তাদের বুকে জড়িয়ে ধরা এক শিশুর লাশ।শিশুকে বাচাঁনোর শেষ চেষ্টা করছিলেন দুই ভাই।
৬) ছেলে নর্থসাউথ এ পড়ে এমন সন্তানের লাশ চাচ্ছে তার মা।একটু মাংসের দলা হলেও চলবে।তিনি শেষবার বুকে জড়িয়ে ধরবেন।
৭) মৃত ভাইয়ের লাশ শনাক্ত করে বাবাকে ফোন দিয়ে বলছে ভাইয়ের লাশ পাবার কথা।

এ ভাবে পুড়ে ছায় হয়ে গেছে ৭৮ এর ও বেশি জীবন্ত মানুষ ।
কেমিক্যাল গোডাউনে আগুন এটা প্রথমবার না। আমরা সচেতন হব কবে ???

***কোথায় যেনো পড়েছিলাম আল্লাহ তা'আলা বলেছেন "আগুনে পুড়ে মৃত্যুবরন করা প্রত্যেকেই শহীদ এবং শহীদদের জন্য জাহান্নামের আগুন হারাম" ❤❤❤

আল্লাহ সবাইকে বেহেশতে নসীব করুন এবং শোকার্ত পরিবারকে ধৈর্য্য প্রদান করুন 😞😞

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন