আইন বিভাগে ভর্তি হওয়ার পর কিছু ছেলেমেয়ে প্রচন্ড ফ্যান্টাসির মধ্যে থাকে। ভর্তি হওয়ার সাথে সাথেই ফেসবুকে নিকনেম দেয় " বিচারপতি/জুরিস্ট/আইনজ্ঞ/ স্বপ্নের জজসাহেব/সুবিচারক...... "
কভার ফটোতে মসলা বাটা কাঠের উপরে একটা বড় কাঠের হাতুড়ির ছবি দেয়।
এক দেড় বছর যেতে না যেতেই সেসব নিকনেম সবার অগোচরে মুছে ফেলে। ডিলিট করে দেয় কভার ফটোটাও।
যেইনা তিন সাড়ে তিন বছর কাটতে শুরু করে আইনের মারপ্যাঁচ কুলাতে না পেরে ফেসবুকে নিকনেম দেয় " সিদ্ধান্তহীন/অবুঝ/আইন অজ্ঞ..... "
নতুন করে কভার ফটো এড করে, যে কভার ফটোতে সচরাচর দেখা যায় " এক লোক প্রচন্ড গ্রীষ্মের দিনে এক বট গাছের নিচে ছ্যাড়াফাটা একটা কালো কোর্ট পড়ে খয়েরী একটা ফাইল হাতে নিয়ে কার জন্য যেন অপেক্ষা করছে "
ছবির ক্যাপশনে লেখা " বটতলার উকিল "

#Lawyer
#career
#funny

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন