💐আমি ক্ষুদ্র প্রাণ একজন নারী।আমার জ্ঞানের পরিধি ও খুব সামান্য।খুব বেশি মানুষের সঙ্গে কথা বলার সুযোগ ও আমার হয় নি।ছাত্র জীবন ও চাকরি সূত্রে যত টুকু সম্ভব কিছু মানুষের সঙ্গে পরিচয় বা মেলামেশা করা।
👌তবে আমি একটা বিষয়ে নিজেকে ধন্য মনে করি।যে বাংলা সাহিত্যের মতো একটা বিষয়ে আমার পড়ার সুযোগ হয়েছে।তাই সাহিত্যের ছাত্র হওয়ার কারণে বাংলাদেশের সমাজ ব্যবস্থা ও ধর্মীয় বিষয়ে বেশ অবগত।
👌ধর্মীয় বিষয় নিয়ে কিছু বলতে চাই না।কিন্তু সমাজের কিছু কিছু বিষয় আমাকে খুব অবাক করে।

যেমন-১।একজন নারীর স্বামী মারা গেলে সেই নারী বিয়ে করতে চাইলে সমাজের মানুষ তাকে বিভিন্ন কথা বলে।ছেলে-মেয়ের দোহায় দেয়।নারী ও অনেক সময় সমাজের কথা ভেবে সারা জীবন একা একা কাটিয়ে দেয়।

২।একজন নারীর হাজার কষ্ট হলেও তাকে শশুর বাড়ী তে সবকিছু মেনে নিয়ে থাকতে হবে।কিন্তু কেন -সমাজের ভয়ে।

৩।একজন পুরুষের বউ যত খারাপ হোক।এই পুরুষ সমাজের ভয়ে বা মামলার ভয়ে তাকে নিয়ে সংসার করতে হয়।কিন্তু কেন?

৪।নারী-পুরুষ উভয়ই বিয়ের আগে গোপনে বা সদরে অন্য নারী ও পুরুষের সঙ্গে যত খারাপ কিছু করুক।বিয়ের সময় তাতে তেমন বাধা পায় না।কিন্তু একজন নারী বা পুরুষ সমাজ স্বীকৃতি ভাবে বিয়ে হওয়ার পর যদি তাদের স্বামী বা স্ত্রী মারা যায় বা ডিভোর্স হয়।তাহলে বিয়ে করতে গেলে যত কথা।আবার এমন নারী -পুরুষ বিয়ে করতে চাইলে তারা সমাজে বিভিন্ন বাধার সম্মুখীন হয়।কিন্তু কেন?
বিয়ের আগে নোংরামি করা নারী -পুরুষের চেয়ে।সমাজ স্বীকৃতি বিবাহিত ডিভোর্স বা স্বামী-স্ত্রী মারা যাওয়া নারী-পুরুষ কি উত্তম নয়?

😢😢ঘুণে ধরা এই সমাজের মানুষের কাছে প্রশ্ন কোনটা ঠিক??????????????????????????????

imageimage

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন