Translate   5 years ago

বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধানে ‘চামচা’ শব্দটির অন্তর্ভুক্তি রয়েছে। চামচার অর্থ দেওয়া হয়েছে তোষামোদকারী, মোসাহেব, চেলা। এই ধ্বনাত্মক শব্দটির উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে, ফারসি ‘চম্‌চহ্‌’ শব্দ থেকে এসেছে। পশ্চিমা দেশে রেনেসাঁ ও শিল্পবিপ্লবের পর থেকে মোসাহেবি বা চামচামি উঠে গেছে। আমাদের দেশে অশোক ও চন্দ্রগুপ্তের সময় যেমন ছিল, সুলতানি ও মোগল আমলে তো ছিলই। ইংরেজ ঔপনিবেশিক আমলে যে ছিল, তার প্রমাণ রেখে গেছেন কাজী নজরুল ইসলাম। মোসাহেবের যে বৈশিষ্ট্য তিনি বর্ণনা করে গেছেন, তার ওপরে কোনো কথা হয় না। সে জন্যেই তিনি বাঙালির জাতীয় কবি।

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry