Md Ratan compartió un publicacion  
7 años

আমার মত প্রেমিক যদি আর একটা খুঁজে পাও
তবে প্রেমকে আমি ভাসিয়ে দেব জলে।
সত্যি বলছি
তুমি আমার বুকের ভেতর, মনের ভেতর
যেমন করে আয়না হয়ে
মুখ লুকিয়ে হাসো,
যদি তেমন হাসি
আর কোথাও পাও
তবে পাজর ভেঙে তোমায় আমি
উড়িয়ে দেব।
বুকের ভেতর আট কুঠুরির
সব দরোজায়
তোমার পায়ের চিহ্নগুলো
আকা আছে
যেন নকশীকাঁথায় সুইয়ের খোঁচায় পাড় বুনেছি,
এমনতর মনের বুনন
যদি আর কোথাও পাও
তবে পায়ের চিহ্ন মুছেই ফেলো
লাল গালিচায়।
পিছন থেকে ডেকে তোমার স্বপ্ন ভাঙার
দায় নেবো না
সত্যি বলছি
আমায় তুমি ভুলেই যেও
যেমন করে আজকে রাতের তারাগুলি
সকাল হলেই তলিয়ে যাবে নীল রুমালে।

7 años

আমার মত প্রেমিক যদি আর একটা খুঁজে পাও
তবে প্রেমকে আমি ভাসিয়ে দেব জলে।
সত্যি বলছি
তুমি আমার বুকের ভেতর, মনের ভেতর
যেমন করে আয়না হয়ে
মুখ লুকিয়ে হাসো,
যদি তেমন হাসি
আর কোথাও পাও
তবে পাজর ভেঙে তোমায় আমি
উড়িয়ে দেব।
বুকের ভেতর আট কুঠুরির
সব দরোজায়
তোমার পায়ের চিহ্নগুলো
আকা আছে
যেন নকশীকাঁথায় সুইয়ের খোঁচায় পাড় বুনেছি,
এমনতর মনের বুনন
যদি আর কোথাও পাও
তবে পায়ের চিহ্ন মুছেই ফেলো
লাল গালিচায়।
পিছন থেকে ডেকে তোমার স্বপ্ন ভাঙার
দায় নেবো না
সত্যি বলছি
আমায় তুমি ভুলেই যেও
যেমন করে আজকে রাতের তারাগুলি
সকাল হলেই তলিয়ে যাবে নীল রুমালে।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন