মুভিঃ ABCD(American Born Confused Desi)
২০১৩ সালে মুক্তি প্রাপ্ত কমেডি জনারার ফিল্ম ABCD.
কাস্টিংঃ দুলকার সালমান(জন ইসসাক),জাকব গ্রেগরি(কোরাহ), অপর্ণা গোপিনাথ(মধুমিতা)ও অন্যান্য ।
সাউন্ডট্র্যাকঃ গোপী সুন্দার ।
বাবা মা এর অবাধ্য সন্তানের কাহিনী ABCD। জন ও তার কাজিন কোরাহ বেপোরোয়া জীবন-যাপন করে । যার জন্য জন এর বাবা জন ও কোরাহকে ইন্ডিয়া পাঠিয়ে দেয় । যাতে সে কীভাবে সাধারণ ভাবে জীবন-যাপন করতে হয় টা শিখতে পারে। ইন্ডিয়াতে এসেই ফেঁসে যান জন আর কোরাহ । তাদের জীবন যাপন দুর্বিষহ হয়ে উঠে। তখন টা হতে তারা মুক্তির উপায় খুঁজে । এরপরি হঠাৎ রাজনীতি আর মিডিয়া এর বিভিন্ন ঝামেলায় জরিয়ে পরে। ইয়ুথ আইকন নামে তাদের নাম ছরিয়ে পরে। সব ঝামেলা শেষে আমেরিকাতে ব্যাক করার আগে বেস্ট ইয়ুথ আইকন জিতে যায় জন আর কোরাহ। মাঝে অপর্ণা গোপিনাথ এর সাথে সম্পর্কেও জরিয়ে পরে জন।
দারুন এক কমেডি মুভি ABCD।তেমন কোন একশন সিন ও নেই। তবে দেখার মতো এক মুভি। আর দুলকার লাভারদের জন্য তো অনেক কিছু।
IMDb Rating: 6.6/10
আমার রেটিংসঃ 7/10।
#DQ❤️❤️
Md Rajaul Karim Mamun
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?