#saddambd
ইনি হলেন "" বানসুরী মোহাম্মদ ইউসুফ """
একজন সৎ,সাহসী সরকারি কর্মচারী,দেশের গর্ব ।
তিনি হলেন ,শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট ।
তিন বছর আগে শাহজালাল বিমানবন্দরের এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নেয়ার পর থেকেই যাত্রী ভোগান্তি শূন্যের ঘরে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটরা। দুই ম্যাজিস্ট্রেটের মধ্যে বানসুরী মোহাম্মদ ইউসুফের প্রতি দুর্নীতিবাজদের ক্ষোভটা একটু বেশি৷ কারণ তিনি ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পছন্দ করেন। যাত্রীর লাগেজ কেন এলো না, সেটা নিয়ে তিনি মাথা ঘামান, জরিমানা করেন এয়ারলাইন্সকে; বিমানের ফ্লাইট দেরী করলেও যাত্রীকে হোটেলে রাখার খরচ আদায় করে দেন। এয়ারপোর্টে একটা সময়ে পনেরো টাকার পানির বোতল চল্লিশ টাকাতেও বিক্রি হতো, সেটা তিনি বোতলের গায়ে লেখা দামেই বিক্রি করার বাধ্যবাধকতা তৈরি করেছেন৷
বানসুরি ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি...........................
**** শাহজালাল বিমানবন্দরে যে কোন হয়রানী হলে,আপনারা ওনার সাথে দেখা করেন,সাথে সাথে সমাধান পাবেন ।
( সবাই কে জানাতে শেয়ার করতে ভুল্বেন না )
#বানসুরী মোহাম্মদ ইউসুফ
Md Rajaul Karim Mamun
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Md Rajaul Karim Mamun
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟