Translate   5 years ago

মেসির সঙ্গে ড. ইউনূস

সামাজিক ব্যবসার মাধ্যমে পৃথিবীজোড়া খ্যাতি রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের। দেশে খুব বেশি সময় থাকার সুযোগ হয় না। এবার তিনি গেলেন বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায়। স্পেনের এই ক্লাবটিতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীকে বরণ করে নেন লিওনেল মেসি, জেরার্ড পিকেরা। নিজের সাম্প্রতিক গ্রন্থ ‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’ নিয়ে স্পেন সফর করছেন গ্রামীণ ব্যাংকের এই প্রতিষ্ঠাতা। এই সফরের অংশ হিসেবে স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনায় আমন্ত্রিত হন তিনি। সেখানেই বার্সার মহাতারকা লিওনেল মেসি, জেরার্ড পিকেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনূস। ‘ক্ষুদ্রঋণ’ তথা সামাজিক ব্যবসার সম্প্রসারণে ড. ইউনূস সারা বিশ্বে কাজ করছেন। তার মডেল অনুসরণ করে বিশ্বের বহু দেশে গ্রামীণ ব্যাংকের আদলে সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। স্পেনের বার্সেলোনাতেও এমন একটি প্রতিষ্ঠান আছে, যার সহযোগী এফসিবি (ফুটবল ক্লাব বার্সেলোনা) ফাউন্ডেশন। এফসিবি ফাউন্ডেশনের আমন্ত্রণেই ন্যু ক্যাম্পে হাজির হন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তাকে শুভেচ্ছা জানাতে হাজির হন বার্সেলোনা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জর্ডি মেসত্রি। বার্সেলোনার অনুশীলনে হাজির হয়ে লিওনেল মেসি, জেরার্ড পিকে, এরিক আবিদাল, স্যামুয়েল উমতিতিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর ড. ইউনূসের বই ‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’র স্প্যানিশ ভার্সন ‘বুক উন মুন্দো দে ত্রেস কেরোস’ হাতে ছবি তোলেন মেসি ও পিকে। আর ইউনূসের নাম সম্বলিত একটি জার্সি তার হাতে তুলে দেন এই তারকা ফুটবলাররা। প্রসঙ্গত, মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন তিনি। এ সময় ড. ইউনূসের হাতে তার নামাঙ্কিত জার্সি তুলে দেন মেসি ও পিকেরা। একটি বই হাতে ছবির জন্য পোজ দিয়েছেন লিওনেল মেসি, জেরার্ড পিকে এবং ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট জর্ডি মেসত্রেরা। জেরার্ড পিকের সঙ্গে হাত মেলাচ্ছেন ড. ইউনূস, পাশে দাঁড়িয়ে লিওনেল মেসি ও সহ-সভাপতি জর্ডি মেসত্রে। ড. ইউনূসের লেখা স্প্যানিশ ভাষায় অনূদিত বইটির নাম ‘আন মুন্ডো ডে ট্রেস সেরোস (টহ গঁহফড় ফব ঞৎবং ঈবৎড়ং)।’ ইংরেজিতে অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় ‘অ্যা ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস (অ ডড়ৎষফ ড়ভ ঞযৎবব তবৎড়বং)।’ মূলত এই বইটির প্রচারণার জন্যই বার্সেলোনার হোম গ্রাউন্ডে যান ড. ইউনূস। সদ্য প্রকাশিত এই বইটি নিয়ে ড. ইউনূস স্পেনের বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাব ভ্রমণ করছেন। ক্রীড়াজগতের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সামাজিক ব্যবসার মাধ্যমে সামাজিক রূপান্ত—রের লক্ষ্যে বর্তমানে কাজ করছেন ড. ইউনূস। বিশ্বের জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সেলোনা, এই সোশ্যাল বিজনেস সিটির অন্যতম অংশীদার। ড. ইউনূসের ফেসবুক পেজে এ প্রসঙ্গে দেয়া পোস্টে লেখা রয়েছে, ‘এফসি বার্সেলোনা ফাউন্ডেশন হচ্ছে বার্সেলোনা সোশ্যাল বিজনেস সিটির পার্টনার। এ কারণেই ড. ইউনূস তার বই নিয়ে সফর করে এলেন ন্যু ক্যাম্পে। স্প্যানিশ ভাষায় বইটি প্রকাশ করেছে পাইডস নামে একটি প্রতিষ্ঠান। স্পেনের বার্সেলোনা, মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ায় একযোগে প্রকাশ করা হয়েছে তার বইটি। তিনি সোশ্যাল বিজনেসে খেলাধুলার প্রভাবকে কাজে লাগানোর জন্য অনেকদূর এগিয়ে গেছেন। এ জন্য তিনি তৈরি করেছেন ইউনূস স্পোর্টস হাব। যার মাধ্যমে খেলাধুলাকে সামাজিকীকরণের কাজ করা হচ্ছে।’ ক্যাম্প ন্যুতে একটি সাক্ষাৎকারও দেন ড. ইউনূস। তার আগে কথা বলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে, সহ-সভাপতি জর্ডি মেসত্রের সঙ্গে। এরপরই একে একে বার্সা ফুটবলাররা এসে সাক্ষাৎ করেন ড. ইউনূসের সঙ্গে। এছাড়া বার্সেলোনার অফিসিয়াল পেজে দেয়া পোস্ট রয়েছে একটি ভিডিওর। যেখানে ড. ইউনূস তার বই, এফসি বার্সেলোনায় সফরের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। সেখানে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের প্রায় সবাই বার্সেলোনাকে ভালোবাসে। আমিও সেই কম্যুনিটির একটি অংশ। বাংলাদেশের লক্ষ-কোটি তরুণ বার্সাকে পছন্দ করে। আমি তাদের হয়েই এসেছি এখানে। তারা সবাই বার্সার খেলা উপভোগ করে। ক্লাবের খেলোয়াড়দের ভালোবাসে এবং তাদেরকে নিজেদের হিরো বলে গণ্য করে।’ এ ছাড়া ড. ইউনূস তার সোশ্যাল বিজনেস এবং এখানে কিভাবে খেলাধুলাকে সম্পৃক্ত করা যায় সে সম্পর্কেও কথা বলেছেন।

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry