।। ইউটিউবের নতুন আপডেট।।
যাদের এডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট থাকার শর্তেও ভিডিও আপলোড দেবার পরে monetization আইকন হলুদ হয়ে যায় বা হয়ে আছে তাদের জন্য ইউটিউব নতুন সুবিধা আপডেট করেছে।
দু'ধরনের ইউটিউবার এই সুবিধা পাবেন-
১। ১০,০০০ সাবস্ক্রাইবারঃ যাদের সর্বনিম্ন ১০,০০০ সাবস্ক্রাইবার আছে তারা ভিডিও Public করার ২ ঘন্টা আগে Unlisted অবস্থায় ভিডিও আপলোড করতে হবে। এই ২ ঘন্টার ভিতরে ইউটিউব ভিডিওটি রিভিউ করে দেখবে যে ভিডিওতে গ্রিন আইকন না হলুদ আইকন সো করবে।
২। ১,০০০ ভিউসঃ ১০,০০০ সাবস্ক্রাইবার যাদের নেই, তাদের যে ভিডিওতে হলুদ আইকন হয়ে আছে বা আপলোড করার পরে হয়ে থাকলে তাদের সেই ভিডিওতে গত ৭ দিনে সর্বনিম্ন ১,০০০ ভিউস থাকতে হবে। তবেই ইউটিউব ভিডিওটি রিভিউ করে দেখবে যে হলুদ আইকন না গ্রিন আইকন সো করবে।
অতএব, এডভার্টাইজার ফ্রেন্ডলি Title, Tag, Description এবং Thumbnail দেবার চেস্টা করুন। যাতে করে আপলোড করে ভিডিওটি Public করে দিলেই আইকটি যেন গ্রিন হয়ে যায়। তাহলে এসব সমস্যার সম্মখিন হতে হবে না এবং আপনার মহামূল্যবান সময়ও বাঁচবে।
সকলে ভালো থাকুন, ধন্যাবাদ।।

ANWAR HOSSAIN
Deletar comentário
Deletar comentário ?
MD Zahidul Islam
Deletar comentário
Deletar comentário ?