রাসুল [সা.] ইরশাদ করেছেন,
তোমরা ধারণা থেকে বেঁচে থাকো।
কারণ ধারণাভিত্তিক কথা সবচেয়ে বড় মিথ্যা।
তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না
আর তোমরা পরস্পর পরস্পরের ব্যাপারে হিংসা ও বিদ্বেষ পোষণ করো না
এবং পরস্পর শত্রুতা ও দুশমনি পোষণ করো না;
বরং হে আল্লাহর বান্দারা, ভাই ভাই হয়ে থাক
[বোখারি]।