শূন্য।চন্দের মধ্যে শূন্যতা।সূর্যের মধ্যে ও।চিন্তার মস্তিষ্ক সে ও শূন্যে।অশ্রুপাতি চোখ সে ও শূন্যে।ভাবনার জগত অদৃশ্য শূন্যে।অদেখা বাতাস সে ও শূন্যে।অস্পর্শ নিঃশ্বাস সে ও শূন্যে।শূন্যে থেকে আমি হয়েছি।আমি শেষ হবো শূন্যে।শূন্যের মায়াজাল অক্লান্ত। কিন্তু সে শূন্যে।গোলাকার এই নশ্বর সে ও শূন্যে।চিরস্থায়ী সে জগত সে ও শূন্যে।পৃথিবীর জন্ম হয়েছে শূন্য থেকে তার শেষ ও শূন্যে।
একদিন শূন্য দাঁড়াবে শূন্যের পাশে।বিজয়ী হবে শূন্যে।শুরু শূন্যে শেষ ও শূন্যে।মধ্যখানে অশূন্যের পিছনে শূন্যেকে ভুলা।এই শূন্যতাই শেষ পূজি।শূন্যতাই শুভ্র।শূন্য ই ক্লেশ। শূন্যে হৃদ।অছোয়া বন্ধন সে শূন্যের আবহে।সবই একদিন শূন্যে।
Md Roni Islam
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?