গতকাল গোল্ড আমাদের প্রতাাশিত পরিমান নামে নাই, পরবর্তীতে আবার উপরে উঠে গেছে। আমরা বলেছিলাম যদি মার্কেট উপরের ট্রেন্ডলাইন ভেঙে ফেলে তাহলে বুলিশ ট্রেন্ড অব্যাহত থাকবে। আজ আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডলাইন ভেঙে ফেলেছে সুতরাং মার্কেট বুলিশ হবে। তবে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, মার্কেট আবার রিটেস্ট করতে নামতে পারে। আবার এই ট্রেন্ডলাইন ব্রেকআউট ফেকআউটও হওয়ার কিছু টা চান্স আছে। শুতরাং যেকোন পরিস্থিতিতে আপনার ব্যালেন্স নিরাপদ রাখাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট হচ্ছে একজন ট্রেডারের সবচেয়ে বড় সফলতা।