দিনের ক্যান্ডেলের চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি গতকাল একটি শক্তিশালী বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। আজকে মার্কেট উপরে গিয়ে ট্রেন্ডলাইন হিট করেছে। মাসিক ক্যান্ডেলের সেল প্রেশার থাকায় আজ বড় ধরনের সেল হতে পারে। তবে উপরের ট্রেন্ডলাইন ভেঙে ফেললে বুলিশ মুভমেন্ট কন্টিনিউ থাকবে। তবে সার্বিকভাবে আমরা আজ স্ট্রং একটা সেল মার্কেট আশা করছি।