মৃত্যু ছাড়া আপনার যে কোন রোগ ভালো হবেই, এমন ২ টা সুন্নাতি চিকিৎসা জেনে নিন-
===================================

১- আয়শা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী (সাঃ)-কে বলতে শুনেছি, এ কালোজিরা সাম ব্যতীত সমস্ত রোগের নিরাময়। আমি বললাম, সাম কি? তিনি বললেন, মৃত্যু। (বুখারি-৫৬৮৭)

অর্থাৎ কালোজিরা মৃত্যু বাদে সমস্ত রোগেরই চিকিৎসা। এটা তরকারিতে খেতে পারেন, মধুতে মিশিয়ে খেতে পারেন, এমনি পানি দিয়ে খেতে পারেন কিংবা ভেজে কোন কিছুর সাথে মিশিয়ে অর্থাৎ আপনার যেভাবে খুশি খেতে পারেন।

২- এছাড়াও ১ টা দোয়া রয়েছে, যা অসুস্থ বেক্তির নিকটে গিয়ে ৭ বার বললে মৃত্যু ছাড়া যে কোন রোগ ভালো হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ মৃত্যু আসন্ন নয় এমন কোনো রোগীকে দেখতে গেলে, সে তার সামনে এই দো‘আ সাতবার পাঠ করবে, এর ফলে আল্লাহ তাকে (মৃত্যু আসন্ন না হলে) রোগমুক্ত করবেন। এ দো‘আ সাতবার পড়বে।
«أَسْأَلُ اللَّهَ الْعَظيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفيَكَ»
(আসআলুল্লা-হাল ‘আযীম, রব্বাল ‘আরশিল ‘আযীম, আঁই ইয়াশফিয়াক)।
“আমি মহান আল্লাহ্‌র কাছে চাচ্ছি, যিনি মহান আরশের রব, তিনি যেন আপনাকে রোগমুক্তি প্রদান করেন।(তিরমিযী, নং ২০৮৩; আবূ দাউদ, নং ৩১০৬। আরও দেখুন, ২/২১০; সহীহুল জামে‘ ৫/১৮০)

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন