শফিক সাহেব একজন
কোটিপতি। দামি গাড়ি তাঁর!!
:
:
একদিন ট্রাফিক সিগন্যালে
তাঁর গাড়ির পাশে এসে দাঁড়াল
লক্কড়ঝক্কড় মার্কা একটা
গাড়ি!!
:
:
পাশের গাড়ির ড্রাইভার
জানালা দিয়ে মাথা বের করে
বলল, ‘তোমার গাড়িতে কি
টেলিফোন আছে?’
:
শফিক সাহেব বললেন,
‘নিশ্চয়ই’।
:
ড্রাইভার- হু। আমার
গাড়িতেও আছে। আচ্ছা,
তোমার গাড়িতে কি ফ্যাক্স
মেশিন আছে।
:
শফিক- আছে।
:
ড্রাইভার- আমার গাড়িতেও
আছে। আচ্ছা, তোমার গাড়ির
পেছনে কি বিছানা আছে,
আয়েস করে ঘুমানোর মতো?
:
শফিক- না তো!!
:
ড্রাইভার- আমার গাড়িতে
আছে!!
:
:
:
---শফিক সাহেবের আঁতে ঘা
লাগল। একটা লক্কড়ঝক্কড়
গাড়িতে বিছানা আছে, আর
তাঁর গাড়িতে নেই!! এ হতে
পারে না। দোকানে গিয়ে তিনি
তাঁর গাড়ির পেছনে একটা
সুন্দর দামি বিছানা বসিয়ে
নিলেন!! এবার এক হাত দেখে
নেওয়া যাবে সেই পাগলা
ড্রাইভারকে!!!
:
:
একদিন শফিক দেখলেন,
রাস্তার পাশে দাঁড়িয়ে আছে
সেই গাড়িটা। গাড়ির ভেতরে
কিছু দেখা যাচ্ছে না। শফিক
জানালায় টোকা দিলেন। সাড়া
নেই। বেশ কয়েকবার টোকা
দেওয়ার পর জানালা খুললেন
সেই ড্রাইভার!!
:
লোকটার গায়ে একটা
তোয়ালে জড়ানো। বিরক্ত
ভঙ্গিতে বললেন, ‘কী চাই?’
:
শফিক- দেখো, আমার গাড়িতে
কি সুন্দর শোয়ার ব্যবস্থা
করেছি!!
:
ড্রাইভার- ধুত!! তোমার এই
ফালতু কথা শোনার জন্য
আমাকে গোসলখানা থেকে
বের হতে হলো!!!
ANWAR HOSSAIN
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?
tahmid ahmed
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?
Emran Talukder
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?