ছবিটায় একটু খেয়াল করলেই বুঝা যায় একজন সু-সাস্থ্যবান পুরুষ দাঁড়িয়ে আছে। পাশেই সিটে একজন আপাদমস্তক পর্দানশিন নারী ঘুমিয়ে আছে। ময়মনসিংহ টু চট্টগ্রাম।
সারারাতের ট্রেন ভ্রমণ। এই ব্যাক্তি দুই পায়ে সারারাত দাঁড়িয়ে ছিল। এমন না যে সে সিট পায়নি। সে দাঁড়ায়ে ছিল কারণ তার সিটে তাঁর স্ত্রী ঘুমিয়ে ছিল। এমনও না যে তার বউ অসুস্থ, শুধু বউ একটু ক্লান্ত।
আরাম করে ঘুমাবে বলেই লোকটা সারারাত দাঁড়ায়ে ছিল। মাঝে মাঝে ট্রেনের ঝাঁকুনিতে বউ এর ঘুম ভেঙে যায়। লোকটা হাঁটু গেড়ে বউ এর পাশে বসে, মাথায় হাত রেখে কানের কাছে মুখ নিয়ে বারবার জিজ্ঞেস করে কিছু খাবে কিনা, কোন অসুবিধা হচ্ছে কিনা।
আমি বললাম ভাই আমার পাশে বসেন। উনি বললেন.."ভাই, আমি বসে গেলে আমার জায়গায় অন্য কেও দাঁড়িয়ে থাকবে, আমার বউ অগোছালো হয়ে ঘুমাচ্ছে, সে কমফোর্ট ফীল করবে না।
"নারীটা এখানে যতই স্বার্থপর, হৃদয়হীনা হোক না কেন পুরুষটার মহানুভবতাকে খাটো করে দেখার অবকাশ নেই। নারী নির্যাতনের হাজারো সংবাদের পাশে কোন নারীর জন্য স্বামীর সারারাত দাঁড়ায়ে থাকাটা সৌভাগ্যই বটে। এই সম্মান, ভালবাসা টাকা দিয়ে উপহার দেয়া যায় না। এই ভালবাসা সব নারীর কপালে জুটেও না।
রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য উত্তম। আর আমি আমার স্ত্রীদের জন্য তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি।’ -তিরমিজি
মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম স্বামী এবং উত্তম স্ত্রী দান করুন। আমিন॥